
কৌশিক কোলে,আরামবাগ: দানার প্রভাবে ও টানা বৃষ্টিতে জল থৈ থৈ অবস্থা হুগলিসহ একাধিক জায়গায়। মাধবপুর পঞ্চায়েতের অন্তর্গত কানপুর গ্রামে চাষের জমি পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গেছে ধানের ওপর দিয়ে বইছে জলের স্রোত। সেই চিন্তায় মাথায় হাত চাষীদের ।কিছুদিন আগেই অতিবাহিত নিম্নচাপের জেরে বন্যা হয়েছিল হুগলির একাধিক জায়গায়। আবার দানার প্রভাবে নাজেহাল চাষিরা । দানার প্রভাবে নিম্নচাপের ফলে পুরোপুরি ভাবে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। এতে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষিদের । তাদের সংসার কিভাবে চলবে সেই চিন্তায় রাতের ঘুম হচ্ছেনা চাষীদের । চাষীদের বক্তব্য সরকার যাতে তাদের কিছু সাহায্য করে ।এবং তারা যে লোন নিয়েছে সে লোন যাতে অবিলম্বে মুকুব করা হয় সেই আবেদন চাষিরা জানায় ।
এখন দেখার চাষীদের আবেদন শুনে তাদের বিমার টাকায় ছাড় দেওয়া হয় কিনা।এছাড়া তাদের অন্য কোন ভাবে সরকারি সাহায্য করা হয় কিনা