
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার অনলাইন ডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান মডেল তথা অভিনেতা অর্ধেন্দু বোস। সোমবার মুম্বইয়ে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর স্ত্রী কারমিন বসু মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। প্রয়াত অর্ধেন্দু বোস নেতাজি সুভাষচন্দ্র বোসের পরিবারের সদস্য ছিলন। তিনি সম্পর্কে নেতাজির ভাইপো।
নেতাজির ছোট ভাই শৈলেশচন্দ্র বোসের ছেলে ছিলেন অর্ধেন্দু বোস। তিনি মুম্বইয়ে মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। বেশ কয়েকটি ছায়া ছবিতেও কাজ করেছেন তিনি। তাঁর অভিনীত ছায়া ছবি গুলির মধ্যে বিষকন্যা, মেরা ইয়ার মেরা দুশমন উল্লেখ যগ্য। বম্বে ডাইং’র মডেল হিসাবে জনপ্রিয়তা পেয়েছিলেন অর্ধেন্দু। ‘বম্বে ডাইং ম্যান’ নামেই পরিচিত ছিলেন তিনি।