
ওঙ্কার ডেস্ক:আড়িয়া দহ কাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিং এর পাশবিক অত্যাচারের ভিডিও ভাইরাল করে পুলিশি অত্যাচারের মুখে পড়েছিলেন বলে দাবি করেছিলেন কামারহাটির যুবক পৃথ্বীরাজ মুখার্জী। পরে তাকে রক্ষা কবচ দেয় কলকাতা হাইকোর্ট।মঙ্গলবার দুপুরে এই প্রতিবাদী যুবক পৃথ্বীরাজের বাড়িতে গেছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। মঙ্গলবার দুপুর দেড়টার নাগাদ বেলঘরিয়া কলোনী বাজার এলাকার তার বাড়িতে যান অর্জুন সিং।তার পাশে সবসময় থাকার আশ্বাস দেন তিনি। উল্লেখ্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও বেলঘড়িয়া থানাকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পৃথ্বীরাজ । ভিডিয়ো প্রকাশের ঘটনায় বিজেপি কর্মী পৃথ্বীরাজ মুখোপাধ্যায় ও শুভম মণ্ডলকে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট । বিচারপতি অমৃতা সিনহা মামলাকারী পৃথ্বীরাজ মুখোপাধ্যায়কে পুলিশের তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন । তবে আদালতের নির্দেশ ছাড়া পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ করতে পারবে না জানিয়েছেন বিচারপতি । সব পক্ষকে ছ’সপ্তাহ পরে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ।