
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা : ভোটযুদ্ধ শুরু হতে আর কয়েকটা দিন বাকি. তাই প্রচারে খামতি রাখতে নারাজ প্রার্থীরা. উত্তর থেকে দক্ষিণ, কোমর বেঁধে প্রচার করছেন সব দলের প্রার্থীরাই. রোজকার মতোই শুক্রবারও সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং. পায়ে হেঁটে ঘুরলেন পাড়া থেকে পাড়া. পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যকে পার্থ ভৌমিকের পোষ্য পুত্র বলে কটাক্ষ করলেন অর্জুন.
অপরদিকে, বিজেপির মত সকাল থেকেই জনসংযোগে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকও। গারুলিয়ার ১,২,৩ নম্বর ওয়ার্ডে প্রচার সারেন তিনি। প্রচারের ফাঁকে অর্জুনকে পাল্টা দিয়ে পার্থ বলেন, “কোথায় জিটিএ, আর কোথায় তৃণাঙ্কুর! ভোটের আগে তৃণমূলকে চাপে রাখতে উদ্দ্যেশ্যপ্রণোদিত ভাবে এসব করছে বিজেপি।
দোরগোড়ায় লোকসভা ভোট. আর ভোট যত কাছে আসছে রাজনৈতিক আকছাআকছিও বাড়ছে তাল মিলিয়ে. আর অর্জুন-পার্থ বাগযুদ্ধে ফের একবার সরগরম ব্যারাকপুর