
জয়ন্ত সাহা,আসানসোলঃ রাতের অন্ধকারে কেটে নেওয়া হচ্ছে গাছ। মাইথনের বনাঞ্চলে চলছে এই কাণ্ডকারখানা। আদিবাসী সম্প্রদায় ভুক্ত বনাঞ্চলে এই ঘটনা ঘটছিল । বিষয়টি নজরে আসতেই মাইথন থার্ড ডাইক এলাকার হোদলাবিট ২২ মৌজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ প্রতিবাদে নামেন। কল্যানেশ্বরী ফাঁড়ি এলাকার রূপনারায়নপুর ফরেস্ট রেঞ্জ অফিসের কাছে প্রতিবাদ আন্দোলন শুরু করে আদিবাসী সম্প্রদায়। তাদের অভিযোগ মাইথন থার্ড ডাইক এলাকার বনাঞ্চলে নজরদারির অভাব রয়েছে পুলিশের এবং বনদপ্তরের। আন্দোলনকারীদের দাবি বেশ কিছু রিসোর্ট তৈরি হবে ওই এলাকায়। এই গাছ কাটানোর পেছনে রয়েছে জমি মাফিয়ারা।