
জয়ন্ত সাহা, আসানসোল : আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ধ্রুবডাঙা এলাকায় গুলিবিদ্ধ স্কুল ছাত্র। গুলিবিদ্ধ ছাত্রের নাম আদিত্য মন্ডল। প্রথমে আশঙ্কাজনক অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর অবস্থার অবনতি ঘটলে তাকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজে।
আদিত্যর বন্ধুরা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ধ্রুবডাঙ্গা সেবা সমিতির সামনে কয়েকজন বন্ধু মিলে দাঁড়িয়েছিল। সেখানে বেটলি নামে এক যুবকের হাতে একটি বন্দুক ছিল. সেই বন্দুক টানাটানি করে দেখছিল আনমোল নামে আরেকটি যুবক। সেই সময় বন্দুক থেকে কোনওভাবে গুলি বেরিয়ে যায়। সেই গুলি আদিত্য মন্ডলের চোখের ভেতর দিয়ে ঢুকে মাথা ফুঁড়ে বেরিয়ে যায়। প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় আদিত্যর। এরপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়.
তবে, নিছকই কি খেলার ছলে এই দুর্ঘটনা, নাকি খুনের চেষ্টা আদিত্য মন্ডলকে পুলিশ তদন্ত করে দেখছে।