
জয়ন্ত সাহা, আসানসোলঃ খবরের শিরোনাম থেকে ধর্ষণ আর শ্লীলতাহানির খবর যেন পিছু ছাড়ছে না। আবারও শ্লীলতাহানির অভিযোগ উঠে এল আসানসোল দক্ষিণ থেকে । প্রসঙ্গত, শনিবার গভীর রাতে বিবাহিত মহিলার রুমে ঢুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল আসানসোলের মহিশীলা কলোনি এলাকায়। ঐ মহিলার অভিযোগ, রাতে ভাড়া বাড়িতে একা ছিলেন তিনি । স্বামী গার্ডের চাকরি করেন, ডিউটি তে ছিলেন। সে সময় পাশের বাড়ির এক যুবক মহিলার বাথরুমে যাওয়ার সুযোগ নিয়ে মহিলাটির ঘরে ঢুকে যায়। মহিলাটি বাথরুম থেকে ফিরলে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে পাশের বাড়ির ওই যুবক বলে অভিযোগ।মহিলার চিৎকারে বাড়ির মালিক ও প্রতিবেশীরা ছুটে আসে।আসানসোল দক্ষিণ থানার পুলিশ কে খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।