
জয়ন্ত সাহা, আসানসোল : আসানসোলের অন্যতম ব্যস্ত রাস্তা গড়াই রোড। এই রাস্তা শহরের লাইফ লাইন বললে ভুল হবে না। এসবি গড়াই রোডের উপরেই রয়েছে আসানসোল জেলা হাসপাতাল। এছাড়াও একাধিক স্কুল কলেজ রয়েছে এই রাস্তার উপরে। একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর যাওয়ার জন্য এসবি গড়াই রোড ব্যবহার করতে হয় শহরবাসীকে। কিন্তু সেই রাস্তার বেহালদশা। রাস্তা খানাখন্দে ভর্তি। বর্ষা আসতেই জল জমে বিপদ বাড়ছে.
অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের কাজের কারণে এই সমস্যা সৃষ্টি হচ্ছে। রাস্তা কেটে দেওয়া হচ্ছে। যার ফলে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের।
এই নিয়ে শাসকদলের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে কড়া নিশানা করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব.
যদিও এই বিষয়ে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, বিদ্যুৎ দপ্তরকে এই বিষয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে। কাজও চলছে।
তবে যেহেতু এসবি গড়াই রোড শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা, ফলে সেই রাস্তাটির এমন বেহাল দশা রীতিমতো চিন্তায় ফেলেছে শহরবাসীকে। সকলেই চাইছেন দ্রুত এই রাস্তার মেরামত করা হোক।