
জয়ন্ত সাহা, আসানসোল : পানীয় জল, নিকাশি ব্যবস্থা ও পথবাতির দাবিতে কাউন্সিলরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভে সামিল পৌরবাসী।
ঘটনাটি ঘটেছে আসানসোল পৌর নিগমের ৫৭ নম্বর ওয়ার্ডের বড়তড়িয়া সংলগ্ন এলাকায়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেশ কয়েকবার কাউন্সিলরকে জানানোর পরেও সুরাহা হয়নি. একদিকে যেমন এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা, তেমনি নালা নিকাশি ব্যবস্থার বেহাল দশা। রাস্তায় দু একটি পথবাতি থাকলেও বেশিরভাগ এলাকায় রাস্তায় আলোর কোনও ব্যবস্থা নেই বলেও অভিযোগ।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে স্থানীয় কাউন্সিলর সুমিত মাঝি বলেন, প্রথমবার কাউন্সিলর হবার পরে রাস্তার জন্য ৬৭ লক্ষ টাকার কাজের জন্য আবেদন জানিয়েছি।দ্বীতিয়বার কাউন্সিলর হয়ে আবার আবেদন করেছি।
পাশাপাশি, জলের পাইপ লাইন বসানো হয়েছে। ফ্রি তে জলের কানেকশন চাইছে, কিন্তু ট্যাক্সের পয়সা জমা না করলে কিভাবে জলের লাইন দেওয়া সম্ভব বলে পাল্টা দাবি করেন কাউন্সিলর সুমিত মাঝি।
ভোট আসে ভোট যায়. প্রতিবারই গালভরা প্রতিশ্রুতি দেয় সব রাজনৈতিক দলগুলিই. ভোট মিটলেও কলে জল নেই, নিকাশি ব্যবস্থারও এই দশা. কিন্তু কেন, সেটাই প্রশ্ন. এই সমস্যার সমাধানই বা কবে হবে, সেই আশাতেই সাধারণ মানুষ থাকে প্রতিবছর.