
সঞ্জীব গোগোই,অসমঃ হাতির সঙ্গে মানুষের সংঘাত বাড়ছে অসমেও। খাবারের খোঁজে লোকালয়ে চলে আসছে হাতির দল। দিন কয়েক আগেই গোয়ালপাড়া এলাকায় হাতির হামলায় মৃত্যু হয়েছে এক মহিলার। নানা এলাকায় বুন হাতির দল লোকালয়ে এসে মাঠের ফসলও নষ্ট করছে। তাই এবার দীপাবলিতে যে কলাগাছ কাটা হয় তাও একাধিক উপায়ে ব্যবহার করতে চাইছে সেখানের প্রশাসন। ওই কলাগাছকে হাতির খাবার এবং জৈব সার তৈরির কাজে লাগানো হবে জানানো হয়েছে।