
আমজাদ আলী শেখ,পূর্ব বর্ধমান: রাস্তা খারাপের কারণে বিয়ে হচ্ছে না এলাকার ছেলেমেয়েদের। পঞ্চায়েত প্রধানের কাছে বার বার আর্জি জানিয়েও কোনো লাভ হয়নি। এমনটাই অভিযোগ পূর্ব বর্ধমান জেলার মেমোরি এক ব্লকের দেবীপুর পঞ্চায়েতের সাঁতরাপাড়ার বাসিন্দাদের।
পূর্ব বর্ধমান জেলার মেমারি এক পঞ্চায়েত সমিতির দেবীপুর গ্রামের সাঁতরাপাড়া এলাকায় 50 থেকে 60 টি পরিবারের প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের বসবাস। এলাকার বাসিন্দাদের অভিযোগ এলাকার রাস্তা খারাপ বলে ছেলেমেয়েদের বিয়ে হচ্ছে না। রাস্তার অবস্থা দেখে পাত্র বা পাত্রীর পরিবার বিয়েতে রাজি হচ্ছেন না। যদিও পঞ্চায়েত প্রধান থেকে সমিতির সভাপতি সকলে একথা মানতে নারাজ যে, রাস্তার কারনে বিয়ে হচ্ছেনা।
দীর্ঘ ১০ বছর ধরে এই এলাকার রাস্তার কোন সংস্কার হয়নি। পঞ্চায়েত প্রধানের কাছে বার বার আর্জি জানিয়েও কোনো লাভ হয়নি। সিপিএম এর আমলে রাস্তায় মোরাম পরলেও তৃণমূলের আমলে মিলেছে শুধু আশ্বাস। ভোটের আগে পাথর বালি পরলেও ভোটের পরে তা উধাও যায়। পাশাপাশি অবস্থা খারাপ এলাকার একমাত্র আই সি ডি এস সেন্টারেরও। বর্ষার জল রাস্তায় জমে থাকায় প্যাচপ্যাচে কাদার কারণে আইসিডিএস শিক্ষিকারা আসতে চান না। সঙ্গে আছে পানীয় জল আর বিদ্যুতের সমস্যা। রাস্তার পোস্টে বিদ্যুৎ সংযোগ না থাকায় সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকার গোটা রাস্তা। সব মিলিয়ে এলকার বাসিন্দাদের সমস্যা চূড়ান্ত পর্যায়ে।