
গোপাল শীল:ডায়মন্ডহারবার:
আবারো বাঘরোলের আতঙ্ক ডায়মন্ডহারবার এলাকায়। ভয়ে কাপছে এলাকার মানুষজন। স্থানীয় সূত্রে জানা গেছে
ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের একাধিক এলাকায় বেশ কয়েকটি বাঘরোল কয়েকদিন ধরে তাণ্ডব চালাচ্ছে। বাঘ সদৃশ ওই জন্তু গুলির কামড়ে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৮ থেকে ১০ জন বাসিন্দা। অন্যদিকে বেশ কিছু শিশুও আহত হয়েছে এই বাগরলের কামড়ে।ইতিমধ্যেই এই বিষয়ে ডায়মন্ডহারবার থানার পুলিশ প্রশাসন ও বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে।