
নিজেস্ব প্রতিনিধি,বালুরঘটঃ ঘটকের হাত ধরে পালিয়ে গেল পাত্র। মেয়ে খুঁজে দিতে গিয়ে, বিবাহিত মহিলা ঘটকের সঙ্গে পালিয়ে গেলেন বালুরঘাটের যুবক। শুনতে আবাক লাগলেও ঘটনাটি ঘটেছে খোদ এই রাজ্যে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। প্রেমের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বালুরঘাটে।
সূত্রের খবর, বছর ২৩ এর যুবক মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। সেখান থেকেই ফোনে এক ইলেকট্রিক মিস্ত্রির স্ত্রীর সঙ্গে আলাপ হয় তাঁর। যিনি পেশায় ঘটক। যুবক বিয়ে করবেন বলে ওই ঘটকে জানান। মেয়ে খুঁজে দেওয়ার আশ্বাস দেন ইলেকট্রিক মিস্ত্রির ঘটক স্ত্রী।
জানা গিয়েছে, মাস ছয়েক আগে ওই যুবক মুম্বই থেকে বাড়িতে ফিরে আসেন। বালুরঘাটেই রাজমিস্ত্রির কাজ শুরু করেন। বালুরঘাটে আসার পর থেকে ওই মহিলার সঙ্গে বারবার যোগাযোগ হয় যুবকের। দেখা সাক্ষাৎ হয়। কয়েকবার ওই মহিলা ঘটক যুবককে পাত্রীও দেখান। কিন্তু কোনওটাই পছন্দ হয়নি যুবকের। ঘটকের পরিবারের দাবি বারবার দেখা সাক্ষাৎ ফলে দু’জনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের জল গড়িয়ে তাঁদের কাছাকাছি নিয়র আসে। শুরু হয় দুরন্ত প্রেম। তার জেরেই বাড়িতে ছোট্ট সন্তানকে রেখে প্রেমিক যুবকের সঙ্গে পালিয়ে যান ঘটক গৃহবধূ। তাঁরা বিয়েও করেছেন বলে খবর। এদিকে স্ত্রীকে ফিরিতে নিতে এসে ফিরে যান ইলেকট্রিক মিস্ত্রি স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। শেষমেষ থানার দ্বারস্থ হয়েছে ঘটকের পরিবার।