
শঙ্কু কর্মকার, বালুরঘাট: ২২ জানুয়ারি অয্যোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দিন সকল ভারতবাসীকে প্রদীপ জ্বালানোর আহবান জানিয়েছেন তিনি। পাশাপাশি ১৪ জানুয়ারি থেকে দেশজুড়ে আগামী একুশে জানুয়ারি পর্যন্ত সমস্ত মন্দিরের সাফাই অভিযানের বার্তাও দেন প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী রবিবার সকাল থেকে মন্দিরে সাফাই অভিযানের শুরু করলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বালুরঘাট শহরের ট্যাঙ্ক মোড় এলাকায় রঘুনাথবাড়ির স্থানীয় রাম মন্দির চত্বর ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে দেখা গেল বিধায়ক অশোক লাহিড়ীকে।