
ওঙ্কার ডেস্ক : বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিমের খুনের ঘটনায় এবার রহস্যময়ী-যোগ. ঢাকা মেট্রোপটিলন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শিলাস্তি রহমান নামে এক লাস্যময়ী। সূত্রের দাবি, আনওয়ারুল আজিমের খুনের ঘটনায় মূল চক্রী আখতারুজ্জামানের বান্ধবী হলেন এই সুন্দরী শিলাস্তি রহমান। তদন্তকারীদের সন্দেহ, তাঁকে ‘হানিট্র্যাপ’ হিসেবে ব্যবহার করা হয়েছিল। পুলিশের সন্দেহ, বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতে পারেন এই সুন্দরী।
উল্লেখ্য, ভোটবঙ্গে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে. তার মাঝে কলকাতায় বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শহরজুড়ে. এই ঘটনায় অ্যাপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, সাংসদকে খুন করে মৃতদেহ টুকরো টুকরো করা হয়েছে. দেহাংশ ফেলা হয়েছে ভাঙ্গড়ের কৃষ্ণমাটি গ্রামে. এরপর দেহাংশের খোঁজে ওই অ্যাপ ক্যাব চালককে নিয়ে শুক্রবার রাতে ভাঙ্গরের কৃষ্ণ মাটি গ্রামে তল্লাশি চালায় সিআইডি ও পুলিশ।