
ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর সম্প্রতি তাঁর পাসপোর্ট বাতিল করেছে মহম্মদ ইউনুসের সরকার। যা নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা। শুধু তাই নয়, গুম-সহ একাধিক মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। ১২ ফেব্রুয়ারির মধ্যে হাসিনাকে ট্রাইব্যুন্যালে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
হাসিনাকে ফেরত পেতে ইউনুস সরকারের তরফে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। সেই আবহে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। অর্থাৎ, হাসিনাকে কোনওভাবে প্রত্যর্পণ করতে চাইছে না নয়াদিল্লি, তা এই পদক্ষেপে স্পষ্ট। নয়াদিল্লির এই পদক্ষেপ কিছুতেই মেনে নিতে পারছে না বাংলাদেশের বিরোধী দল বিএনপি। দিল্লির উপর ক্ষোভ উগরে দিয়েছেন বিএনপির শীর্ষনেতা। এপ্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ভারত যেভাবে বাংলাদেশের একজন ব্যক্তি বা একটি রাজনৈতিক দলকে রক্ষার জন্য উঠেপড়ে লেগেছে, তা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না।’
তাঁর আরও সংযোজন, ‘যে ব্যক্তি এত মানুষের মৃত্যুর কারণ, তিনি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন। বাংলাদেশের রাজনীতি, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো নষ্ট করেছেন। এরপর ভারতে আশ্রয় নিয়ে ভারত থেকে বক্তব্য পেশ করছেন। এটা ভালোভাবে নেওয়া যায় না।’