
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার পদত্যাগ করতেই সোশ্যাল মিডিয়া জুড়ে মিমের বন্যা। উল্লেখ্য,কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে আন্দোলন করেছিল ছাত্ররা। এই আন্দোলনের ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে আহত হয়েছে অনেকেই। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি ভয়াবহ হয়ে পড়েছে। সোমবার আবারো সেই আন্দোলন শুরু হয় বাংলাদেশ। তিনশোর বেশি মানুষ মারা গিয়েছে। আজ সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ পত্র দিলেন শেখ হাসিনা। দেশ ছাড়লেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তারপরেই বাংলাদেশে শুরু হয় উল্লাস। শেখ হাসিনার পদত্যাগের ফলে রীতিমতো উল্লাস বাংলাদেশ বাসীদের। সোশ্যাল মিডিয়ার জুড়ে দেখা যাচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিমস। সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে শেখ হাসিনার মিমস ‘ লাপাতা লেডিস ‘। এর পাশাপাশি বিভিন্ন মিমস ফুটে উঠছে সোশ্যাল মিডিয়া জুড়ে।