
ওঙ্কার ডেস্ক: সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সম্প্রতি গুম এবং বিচার বহির্ভূতভাবে বেশ কয়েকজনকে হত্যার অভিযোগে হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
এবার শেখ হাসিনা ও তাঁর পুত্র জয়ের বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে জমি দখলের অভিযোগ উঠল। মা ও ছেলে, দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন।
অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট নিজেদের নামে লিখিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়।
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ৬০ কাঠা জমি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত মোট ৮ জন। অন্যদিকে, জয়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত মোট ১৫ জন।
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন মঙ্গলবার এই মামলা সম্পর্কে জানান। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পে ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তা সংলগ্ন প্লট নিজের নামে করে নিয়েছেন হাসিনা। শুধু তাই নয়, হাসিনা তাঁর পুত্রকন্যা, বোন ও বোনপোর নামেও জমি হাতিয়ে নিয়েছেন।