
শুভম কর্মকার, বাঁকুড়া : ২ রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা. এবছর ৯ লক্ষেরও বেশি পড়ুয়া পরীক্ষা দিচ্ছে. বাঁকুড়ায় এই বছর ৪৬ হাজার ৮৩ জন ছাত্রছাত্রী ১১৭ টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে. কারও কারও পরীক্ষাকেন্দ্র পড়েছে অনেকটাই দূরে. আর সেই কথা মাথায় রেখেই এবার অভিনব উদ্যোগ জেলায়. বেসরকারি বাসে যাতায়াত করতে ভাড়া দিতে হবে না পরীক্ষার্থীদের. মাধ্যমিক শিক্ষা বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক পীযূষ কান্তি বেড়া জানান, পরীক্ষার দিনগুলোতে অ্যাডমিট কার্ড দেখালেই মিলবে ছাড়.
মাধ্যমিক পরীক্ষার বাঁকুড়া জেলার নোডাল এডভাইজার কমিটির সদস্য গোরাচাঁদ কান্ত বলেন, পরীক্ষার্থীদের যাতে যাতায়াত করতে কোনওরকম সমস্যা না হয় সে জন্যই এই উদ্যোগ.
উল্লেখ্য, এই নিয়ে বাঁকুড়া জেলা বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, এই বিষয়ে বেসরকারি বাসের সামনে একটি করে পোস্টার লাগানো হয়েছে এবং বিভিন্ন এলাকায় মাইকিং করে এই উদ্যোগের কথা জানানো হচ্ছে।