
বাঁকুড়া,শুভম কর্মকারঃ একটি দলছুট আহত দাঁতালকে চিকিৎসা করে জঙ্গলে ফেরাতে চায় বনদফতর। বনদফতর সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই বাঁকুড়ার জয়পুরের জঙ্গলে একটি দলছুট হাতিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটতে দেখা যায়। তারপরই জখম দাঁতালটির চিকিৎসার উদ্যোগ নেয় বনবিভাগের কর্মীরা। তৈরী করা হয় মেডিক্যাল টিম, কিন্তু রবিবার থেকে ক্রমাগত ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে আয়ত্তে আনা যায়নি জখম দাঁতালটিকে।
পাঞ্চেত বনবিভাগের ডি.এফ.ও রাজু সরকার এবিষয়ে জানান, পায়ে আঘাত লাগার কারণে হাতিটির চলাচল স্বাভাবিক ছিলনা। বিষয়টি জানার পর আমরা চিকিৎসার উদ্যোগ নেই। আর তাই মেডিক্যাল টিম তৈরী করে একাধিকবার ঘুম পাড়ানি গুলি ছোঁড়া হয়েছিল হাতিটিকে লক্ষ্য করে , কিন্তু সেগুলির একটিও হাতিটির শরীরে লাগেনি। তবে সম্পূর্ণ দিন পর্যবেক্ষণ করে দেখা গেছে হাতিটির চলাচল অনেকটাই স্বাভাবিক আগের তুলনায়। পরবর্তী সময়েও হাতিটিকে পূর্ণ পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন তারা।