
নিজস্ব সংবাদদাতা:রাজ্য বার কাউন্সিলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনও আইনজীবী কাজে যোগ দিলে তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। নির্দেশ হাই কোর্টের।
আগামী ১ জুলাই লাগু হতে চলেছে তিন সংশোধিত ফৌজদারি আইন।
ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম – যার প্রতিবাদে সরব হয়েছিল রাজ্য বার কাউন্সিল।
কেন্দ্রীয় আইন চালুর দিনই রাজ্য জুড়ে কালা দিবস পালন করে কর্মবিরতির ডাক দিয়েছিল বার কাউন্সিল। রাজ্যের প্রতিটি আদালতে তিনি সংশোধিত আইনের প্রতিবাদে আইনজীবীদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল।
বার কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাও হয় হাই কোর্টে।
মামলা করেন আইনজীবী সহশ্রাংশু ভট্টাচার্য।
শুক্রবার সেই মামলায় বিচারপতি সম্পা সরকার জানিয়েছে, রাজ্য বার কাউন্সিলের এই সিদ্ধান্ত অনুরোধ হতে পারে। সেক্ষেত্রে যদি ওই দিন কোনও আইনজীবী রাজ্যের কোনও আদালতে কাজে অংশগ্রহণ করে তাহলে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না।