
প্রতীতি ঘোষ, ব্যারাকপুর : ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় বিহারের বেউড় জেল থেকে ব্যারাকপুর আদালতে আনা হলো মূল অভিযুক্ত সুবোধ সিংয়ের সাগরেদ রোশন যাদবকে। ২০২০ সালের ৪ অক্টোবর দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৎকালীন সদস্য তথা টিটাগর পৌরসভার পৌর পিতা মণীশ শুক্লা. সেই ঘটনায় নাম জড়ায় বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং-এর. দীর্ঘ চার বছর ধরে তদন্ত চলার পর পুলিশ জানতে পারে এই ঘটনায় সুবোধ সিংয়ের বেশ কয়েকজন সাগরেদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত যার মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছে এই রোশান যাদব. বুধবার বিহারের বেউর জেল থেকে রওনা দিয়েছিল বিহার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে ব্যারাকপুর আদলাতে পেশ করা হয়।