
অরিন্দম হরি, বসিরহাট:
সিপিএমের বিক্ষোভ মিছিল ঘিরে তুলকালাম বসিরহাট ।নিরাপদ সর্দার কে মুক্তি ও দোষী তৃনমূল নেতাদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার বিকালে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও গার্গী চ্যাটার্জির নেতৃত্বে প্রতিবাদ মিছিল করে বসিরহাট থানার সামনে বিক্ষোভে সামিল হন বাম সমর্থকেরা। এই মিছিল থেকে সুজন চক্রবর্তী বলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে ,নিরাপদ সর্দার ঠিকই বলেছিলেন।শেখ শাহজাহান সন্দেশ খালিতেই রয়েছে তাকে পুলিশ ও প্রশাসন নিরাপত্তা দিচ্ছে।
এছাড়াও তিনি দাবি করেন আদিবাসী ও জনজাতিদের জমি জোর করে কেড়ে নিয়েছেন তৃনমূল নেতারা।এবং মাঝরাতে মহিলাদের ডেকে তাদের উপর অত্যাচার করা হতোএদিন বিকাল চারটা নাগাদ প্রান্তিক মাঠ থেকে সিপিএমের মিছিল ইটিন্ডা রোড হয়ে এস পি অফিসের সামনে এসে জড়ো হয়।তারপর ব্যারিকেড ভেঙে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অবশেষে ভিতরে ঢুকতে না পেরে অবস্থান বিক্ষোভে বসে পড়েন সিপিএম নেতা এবং কর্মী ও সমর্থকেরা।