
স্পোর্টস ডেস্ক :গত কয়েকবছর কোভিড মহামারীর জন্য নিজেদের বার্ষিক পুরস্কার অনুষ্ঠান করতে পারেনি বিসিসিআই। অবশেষে সেটা করলো বোর্ড। এদিন হায়দরাবাদে বিতরণী অনুষ্ঠানে মহম্মদ সামি, শুভমান গিল, রবিচন্দ্রন অশ্বিন এবং জসপ্রীত বুমরাহের হাতে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়েছে। আসলে, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পারফরম্যান্সের বিচারে সর্বশ্রেষ্ঠ ফুটবলার নির্বাচন করা হয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। ইতিপূর্বে ২০১৯ সালে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলশাস্ত্রীর সঙ্গেই সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার ফারুখ ইঞ্জিনিয়ার। ২০২২-২৩ মরসুমের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পলি উমরিগড় পুরস্কার পেলেন শুভমন গিল। ২০২১-২২ মরসুমের জন্য একই পুরস্কার পেয়েছেন যশপ্রীত বুমরা। ২০২০-২১ মরসুমের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। তিনি দ্বিতীয় বার এই পুরস্কার পেলেন। ২০১৯-২০ মরসুমের জন্য এই পুরস্কার পেয়েছেন বাংলার জোরে বোলার মহম্মদ শামি। ২০২২-২৩ মরসুমের জন্য মহিলাদের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন দীপ্তি শর্মা। তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে ২০১৯-২০ মরসুমের জন্যও। ২০২০-২১ এবং ২০২১-২২ মরসুমের জন্য পুরস্কৃত হয়েছেন স্মৃতি মন্ধানা।২০২২-২৩ মরসুমে আন্তর্জাতিক ক্রিকেটে সেরা অভিষেককারী ক্রিকেটার হয়েছেন যশস্বী জয়সওয়াল। ২০২১-২২ মরসুমের জন্য এই পুরস্কার পেয়েছেন শ্রেয়স আয়ার। ২০২০-২১ মরসুমের জন্য অক্ষর পটেল এবং ২০১৯-২০ মরসুমের জন্য ময়ঙ্ক আগরওয়াল এই পুরস্কার পেয়েছেন। মহিলা বিভাগে ২০২২-২৩ মরসুমে সেরা আন্তর্জাতিক অভিষেককারীর শিরোপা জিতেছেন আমনজ্যোৎ কৌর। ২০২১-২২ মরসুমের জন্য পুরস্কৃত হয়েছেন মেঘনা। ২০১৯-২০ এবং ২০২০-২১ মরসুমের জন্য পুরস্কার পেয়েছেন যথাক্রমে প্রিয়া পুনিয়া এবং শেফালি বর্মা২০২২-২৩ মরসুমে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি রান করার পুরস্কার পেয়েছেন যশস্বী। সব থেকে বেশি উইকেট নেওয়ায় পুরস্কৃত হয়েছেন অশ্বিনও। সব থেকে বেশি রান করার জন্য এবং উইকেট নেওয়ার জন্য পুরস্কৃত হয়েছেন মহিলা ক্রিকেটারেরাও। ২০২২-২৩ মরসুমে সব থেকে বেশি রান করার জন্য পুরস্কার পেয়েছেন জেমাইমা রডরিগেজ। ২০২১-২২ মরসুমের জন্য হরমনপ্রীত কৌর, ২০২০-২১ মরসুমের জন্য মিতালি রাজ এবং ২০১৯-২০ মরসুমের জন্য পুরস্কৃত হয়েছেন পুনম রাউত। অন্য দিকে ২০২২-২৩ মরসুমে সব থেকে বেশি উইকেট নেওয়ার স্বীকৃতি পেয়েছেন দেবিকা বৈদ্য। ২০১৯-২০ মরসুমের জন্য পুনম যাদব, ২০২০-২১ মরসুমের জন্য ঝুলন গোস্বামী এবং ২০২১-২২ মরসুমের জন্য রাজেশ্বরী গায়কোয়াড় পুরস্কৃত হয়েছেন।