
নিজস্ব প্রতিনিধি,বেহালা: শুক্রবার সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল শিশুর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে বাবার সঙ্গে বাড়ী ফিরছিল এক স্কুল ছাত্রী। রাস্তা পার হওয়ার সময় বরিশা স্কুলের সামনে মাটি বোঝাই লরি ধাক্কা মারে ওই শিশু ও তার বাবাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ বছরের ওই শিশুর। গুরুতর জখম অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটির বাবাকে। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। ডায়মন্ড হারবার রোডে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে, স্থানীয়রা। পুলিশের গাড়ি ও একটি বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা,। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থেকে উত্তেজিত জনতা। সরকারি বাসেও ভাঙচুর চালান হয়।বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় ডায়মন্ড হারবার রোড । স্থানীয়দের অভিযোগ ঘাতক গাড়িটিকে না আটকে ছেড়ে দেয় পুলিশ।।পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ,ছোঁড়া হয় কাঁদানে গ্যাস ও। পরে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন নগরপাল বিনীত কুমার গোয়েল।
জনতার ছোঁড়া পাথর আহত হয়েছে কয়েকজন পুলিশকর্মী,।অপরদিকে পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েছেন বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেও জানা গেছে।