
তাপস ঘোষ, মুর্শিদাবাদ:আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালকে, মমতার সঙ্গ এড়িয়ে চলার পরামর্শ দিলেন অধীর চৌধুরী। বৃহস্পতিবার অধীর চৌধুরীর সাংবাদিক বৈঠক করে বলেন মমতাকে সঙ্গে নিয়ে দিল্লির বাঙালিদের কাছে ভোট চাইতে গেলে হিতে বিপরীত হতে পারে। দিল্লির বাঙালিরা মমতাকে চেনেন। মমতা নিয়ে আমাদের কাছে বহু অভিযোগ করেছেন তারা । তাই মমতার সমর্থন নিয়ে ভোট চাইতে গেলে সমস্যা হতে পারে।
পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ তুলে মমতা ব্যানার্জীকে আক্রমণ করেন অধীর। তিনি বলেন, ইন্ডিয়া জোটের নাম করে মমতা ব্যানার্জী সুবিধা আদায় করেছেন। কাউকে ইন্ডিয়া জোটকে ভোট দেওয়ার জন্য বলেননি। কংগ্রেসকে খতম করাই তাঁর লক্ষ্য ছিল। এই বিষয়ে তিনি আরও বলেন আমি কেজরিওয়ালকে বলব, মমতার সমর্থন নিয়ে দিল্লিতে সরকার গড়বেন না। তাতে হিতে বিপরীত হবে। দিল্লির বাঙালিরা রাজ্যের স্বৈরাচারী শাসনব্যবস্থা সম্পর্কে ওয়াকিবহাল। বাংলার চোর বাটপারি সরকার নিয়ে দিল্লির বাঙালিরা বহুবার অভিযোগ করেছেন । মমতাকে নিয়ে দিল্লিতে বাঙালি ভোট চাইতে গেলে মমতার কোন ক্ষতি হবেনা, কেজরিওয়ালের ভুল হবে।