
শান্তনু পান, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খুড়শী গ্রামের তৃণমূল বুথ সভাপতির পাকা বাড়ি থাকা সত্বেও পেয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের আওতাভুক্ত প্রথম কিস্তির টাকা। এনিয়ে সরব হয়েছেন তৃণমূলের স্থানীয় নেতা থেকে বিরোধীরা। যদিও বুথ সভাপতির দাবি, তার পাকা বাড়ি নেই মাটির বাড়ি রয়েছে। অভিযুক্ত ওই বুথ সভাপতির নাম তপন মন্ডল। পেশায় কৃষক তপন মণ্ডল খুড়শী বুথের তৃণমূল বুথ সভাপতিও।
গ্রামের এমন অনেক আছে যারা বাড়ি পাওয়ার যোগ্য, অথচ আবেদন করেও মেলেনি এমনটাই অভিযোগ করেছেন অনেকে ।তবে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, যদি তৃণমূল নেতার পাকা বাড়ি থাকা সত্বেও তিনি ফের বাড়ি পেয়ে থাকেন তাহলে তদন্ত করে বিডিও কে জানানো হবে। মুখ্যমন্ত্রীর একাধিক বার কড়া নির্দেশের পরও এই ধরণের দুর্নীতি ধরা পড়ছে বারবার, যার জেরে প্রশ্ন উঠছে প্রশাসনের বিভিন্ন স্তরের সমীক্ষা নিয়ে।