
ওঙ্কার ডেস্কঃ প্রতি বছরের ন্যায় এবছরও গঙ্গাসাগর মেলায়,ইস্কন গঙ্গাসাগর শাখার পক্ষ থেকে তৈরী করা হচ্ছে তীর্থ যাত্রীদের জন্য সেবা শিবির।মঙ্গলবার প্রেস রিলিজ করে এমনটাই জানানো হয়েছে ইস্কনের তরফ থেকে। ২০ বছরে পদার্পণ করলো এই সেবা শিবির ।১১ই জানুয়ারী শনিবার ২০২৫ থেকে শুরু হয়ে ৬ দিন ব্যাপী এই শিবির চলবে ১৬ই জানুয়ারী বৃহস্পতিবার পর্যন্ত। এবছর লক্ষাধিক তীর্থযাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ বিতরণ, অস্থায়ী রাত্রিকালীন বাসস্থান সহ চিকিৎসা শিবির ও বস্ত্র বিতরণ, গীতা ও ধর্মীয় পুস্তক বিতরণ ইত্যাদি পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে ইস্কনের তরফ থেকে। এছাড়াও ৬০০ স্বেচ্ছাসেবক এই সেবা শিবিরে নিরলসভাবে দিবা-রাত্রি সেবায় নিযুক্ত থাকবেন।
বিশ্বশান্তি, সংহতি ও বিশ্বভ্রাতৃত্ববোধ জাগরনের জন্য মেলা শুরুর আগে ১০ই জানুয়ারি আন্তর্জাতিক ভক্তবৃন্দের দ্বারা বিশেষ হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এছাড়াও ১১ই জানুয়ারি শনিবার সকাল ৬ টা থেকে ৮ টা পর্যন্ত ইসকন গঙ্গাসাগর মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে ও বিকেল ৩ টে থেকে ৭ টা পর্যন্ত সমুদ্র সৈকতে মহা হরিনাম ও নগর সংকীর্তনের আয়োজন করা হয়েছে ইস্কনের তরফ থেকে। ২১ টি দেশের ৮০ জন আন্তর্জাতিক ব্যক্তি অংশগ্রহণ করবে এই কার্যক্রমে। ১২ থেকে ১৫ই জানুয়ারি ৪ দিন ব্যাপী একটি বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে। প্রত্যহ ৪ থেকে ৫ টা পর্যন্ত চলবে এই যজ্ঞ।