
শান্তনু পান, পশ্চিম মেদিনীপুরঃ মেদিনীপুর মেডিক্যালের মাতৃমা বিভাগে ত্রুটিযুক্ত স্যালাইনের ফলে প্রসূতি মৃত্যুর ঘটনার পরেই বারবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্য প্রশাসন। মেডিক্যাল কলেজে সিজারের পরেই অসুস্থ হয়ে পড়েন ৫ জন মহিলা। পরে তাঁদের মধ্যে ১ জনের মৃত্যু হয়। মৃতার নাম মামণি রুইদাস। এই অবস্থায় হাসপাতাল পরিদর্শন করলেন সাংসদ জুন মালিয়া। ঘটনার পর থেকে পাল্টে গেছে মাতৃমা বিভাগের চিত্র ওই বিভাগে ভর্তি প্রসূতিদের জন্য বাইরে থেকে স্যালাইন ও বিভিন্ন ইনজেকশন কিনে আনতে হচ্ছে পরিবার পরিজনদের। মেদিনীপুর হাসপাতালের এই ঘটনার তদন্ত করতে ১৩ জনের একটি রাজ্য স্বাস্থ্য কমিটি দল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা গত শনিবার হাসপাতালে এসে পুরো বিষয়টা খতিয়ে দেখে সেই সঙ্গে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন। সাংসদ জুন মালিয়া এদিন আরও বলেন, “আমার মনে হয় সাধারণ মানুষ আস্থা হারাবেন না সরকারি চিকিৎসার উপর। একটা ঘটনা ঘটে গেলে তাকে তো কোনওভাবেই বদলানো যায় না। এটা আমরা কোনওভাবেই বদল করতে পারব না, যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ তাই ওনাকে লিখিতভাবে বিষয়টা জানাব। অন্যদিকে মঙ্গলবার মেডিক্যাল কলেজে আসছে সিআইডির এক বিশেষ তদন্তকারী দল।