
সুরজিত দাস, নদীয়াঃ ভারত বাংলাদেশ বর্ডার পেরিয়ে চাষ করতে যাওয়ার রীতি চলে আসছে বহুকাল ধরে। ভারত বাংলাদেশের সীমান্তে উত্তেজনা স্রস্টি হলেও সেই প্রক্রিয়াতে কোন বাধা সৃষ্টি হয়নি কিন্তু মঙ্গলবার কাঁটাতার পেরিয়ে জমিতে চাষ করতে গিয়ে এক কৃষককে অপহরণ করার অভিযোগ উঠেছে বাংলাদেশের সীমান্তরক্ষীদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর গ্রামে। অপহৃত ওই কৃষকের নাম নূর হোসেন। স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে প্রতিদিনের মতো ভারতীয় বিএসএফের কাছে তার পরিচয় পত্র জমা দিয়ে কাঁটাতার পেরিয়ে ভারতের জমিতেই চাষ করতে গিয়েছিলেন ওই ব্যাক্তি ।কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও আর বাড়ি ফেরেননি ওই কৃষক। এরপরেই মুখে মুখে ছড়িয়ে পড়ে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা অপহরণ করেছে ওই কৃষককে। বাংলাদেশের সীমান্তরক্ষীদের এই অমানবিক ঘটনায় নদীয়ার চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই চাষীর পরিবার।ওই কৃষকের স্ত্রী ভাষাণী বিবি তার স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভারতীয় বিএসএফের সহযোগিতার দাবি করছেন।তবে বিএসএফ এর তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনার জেরে এলাকার প্রত্যেকের চোখে মুখে ফুটে উঠছে আতঙ্কের ছাপ।