
আসানসোল, জয়ন্ত সাহাঃ মনের তাগিদ থেকে বন গড়েছিলেন জামুড়িয়ার আলীনগর গ্রামের রাধেশ্যাম বাবু।তার সেই সাধের বনাঞ্চলই এখন ধ্বংসের মুখে ।আর তাই কেঁদে ভাসাচ্ছেন ” গ্রিন ম্যান অফ ইন্ডিয়া”। একা হাতে গোটা একটা বন তৈরি করেছিলেন গাছপ্রেমী রাধেশ্যাম বাবু।তার হাতের জাদুতে ফাঁকা ধূধূ পতিত জমি পরিণত হয় ঘন অরণ্যে। সেই অরণ্যই কেটে সাফ করছেন সরকার। ১২ বিঘা জমিতে শুরু হয়েছে প্রায় ৬ হাজার গাছ কাটার কাজ। এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েছেন গাছপ্রেমী রাধেশ্যাম গড়াই।
রাধেশ্যাম নির্বিচারে গাছ কাটা আটকাতে চিঠি দিয়েছিলেন বনদফতরে। এমনকি অভিযোগ করেছেন পঞ্চায়েত অফিসেও। কিন্ত বন দফতরের দাবি যে বৈধ অনুমতি নিয়েই কাটা হচ্ছে গাছ। যদিও এক নিমেষে এতোবড় বনাঞ্চল সাফ হয়ে যাওয়ায় মন খারাপ স্থানীয় পরিবেশ প্রেমীদের। রাধেশ্যামের দাবি তিনি আইনের মারপ্যাচ বোঝেন না। সন্তানসম গাছ রোপন করে বড় করেছেন। নির্মমভাবে গাছ কাটা সহ্য হচ্ছে না। গাছ কাটা বন্ধ না হলে বনদফতরের অফিসের সামনে আমরণ অনশনে বসারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গাছ পাগল রাধেশ্যাম বাবু লাগিয়েছেন লক্ষাধিক নিম, পলাশ, আকাশমনি, ইউক্যালিপটাসের মতো গাছ। তার এই কাজের জন্যে পেয়েছেন গ্রিন ম্যান অফ ইন্ডিয়া ছাড়াও পেয়েছেন একাধিক পুরষ্কার।
ভিডিও দেখুন-