
ওঙ্কার বাংলা স্পোর্টস ডেক্স : ড্র ম্যাচে হার টিম ইন্ডিয়ার,শেষ সেশনে দ্রুত সাত উইকেটের পতন। মেলবোর্ন টেস্টে জয় হাত ছাড়া, সামান্য ড্র করতে ব্যর্থ হল টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ল রোহিত বাহিনী। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন অধরা থেকেই গেল টিম ইন্ডিয়ার। মাত্র একটা সেশনেই বদলে গেল গোটা ছবিটা। তৃতীয় সেশন শুরু হওয়ার আগে ৭ উইকেট হাতে ছিল রোহিতদের। ভারতীয় সমর্থকরা অন্তত আশা করেছিল, জিততে না পারলেও ম্যাচটা অন্তত ড্র করা সম্ভব। কিন্তু শেষপর্যন্ত সেই আশায় জল ঢেলে দেয় টিম অস্ট্রেলিয়া। ড্র ম্যাচ হেরে গেল ভারতীয় ক্রিকেট দল।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪৭৪ রান করে টিম অস্ট্রেলিয়া। জবাবে ভারত ৩৬৯ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৩৪ রান হাকায়। এরপর ১৫৫ রানে ফের গুটিয়ে যায় ভারত। শেষপর্যন্ত ১৮৪ রানে হেরে গেল টিম ইন্ডিয়া। আশাভঙ্গ ভারতীয়দের।