
প্রশান্ত দাস, মালদা: দুলাল-খুনের রেশ মিটতে না মিটতেই এ বার মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ও রাজ্য তৃণমূলের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। মোবাইলে ফোন করে খুন করার হুমকি দেওয়া হয়। শুক্রবার সকালে নিজের তৈরি করা ফার্ম হাউসে যাচ্ছিলেন তিনি। তখনই ১০টা ৪০ মিনিটে তাকে মোবাইলে ফোন করে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। তাঁর অভিযোগ, ডি কোম্পানির নাম করে তাঁর কাছ থেকে মোটা টাকা তোলা চাওয়া হয়। টাকা না দিলে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে তাঁর অভিযোগ। হিন্দি ভাষায় হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। ফোন কলের আগে গতকাল রাতে মেসেজেও হুমকি এসেছিল। কিন্তু ফোন আসার আগে মেসেজ দেখেননি বলে জানিয়েছেন মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণেন্দু। তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
ভিডিও দেখুন-