
আমজাদ আলী শেখ,পূর্ব বর্ধমান: চলছে মাধ্যমিক পরীক্ষা।প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বহু জায়গায় তারস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান, পার্টি অফিস উদ্বোধন করার নজির দেখা গেছে রাজ্য জুড়ে। এবার তেমনই ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের জয়রামপুর ২ ব্লকের আউশ গ্রামে। সেখানে চলছে বুড়ো পীর বাবার মিলন মেলা। সেই মেলায় মাইক ডিজে বাজিয়ে বিচিত্রা অনুষ্ঠান চলছে রাত অবধি। সেই আওয়াজে কার্যত নাজেহাল এলাকাবাসী। যেখানে অনুষ্ঠান চলছে সেখানেই রয়েছে অনেক মাধ্যমিক পরীক্ষার্থী। এখনও বাকি রয়েছে একটি পরীক্ষা। মাইকের আওয়াজে পড়তে পারছেনা কেউই। এই মেলা কমিটির সাথে যুক্ত আছে অনেক স্থানীয় নেতৃত্ব, তাদের ভয়ে প্রতিবাদ করতে ভয়ও পাচ্ছেন অভিভাবকেরা। তাদের দাবি, প্রশাসনের এত নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে হচ্ছে এই অনুষ্ঠান।