
ওঙ্কার ডেস্ক:খাস কলকাতা থেকে গ্রেফতার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিট এলাকার কলিন লেন থেকে ওই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই ব্যক্তি বাংলাদেশি হওয়া সত্ত্বেও কলকাতার খিদিরপুর এলাকায় গত দেড় বছর ধরে বসবাস করছিল। পুলিশ খবর পেয়েই ,তাকে গ্রেফতার করে । ধৃত ব্যক্তির নাম মহম্মদ আবিদুর রহমান। তার সঙ্গে জঙ্গিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । কারণ ধৃত ওই ব্যক্তির কাছে ভারতে থাকার কোন বৈধ কাগজপত্র ছিলনা। এর ফলেই সন্দেহ আর দৃঢ় হচ্ছে পুলিশের।
ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী মহম্মদ হামিদুর রহমান গত ১২ বছর ধরে ভারত – বাংলাদেশের মধ্যে যাতায়াত করত বলে জানা গেছে। কয়েকটি জাল আধার কার্ড,এবং ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে । জাল ঐ নথিপত্র কে বানিয়ে দিল এবং কোথা থেকে বানালো তাও জানার চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য বিগত কয়েকদিন ধরেই একাধিক বাংলাদেশি জঙ্গি ধরা পড়েছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে । ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ছাড়াও অসম ,ত্রিপুরা থেকে গ্রেফতার করা হয়েছে একাধিক অনুপ্রবেশকারীকে । এছাড়াও দেশের একাধিক জায়গায় চলছে পুলিশ ও বি এস এফের অভিযান।