
তামসী রায় প্রধান, কলকাতাঃ জুনিয়র ডাক্তারদের কোনও হুমকি বা ভয় দেখাননি। কিছু কিছু সংবাদমাধ্যম তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে৷ এক্স হ্যান্ডলে সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বুধবার মেয় রোড়ের সভা থেকে মমতা বলেছিলেন, “আমরা ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিইনি। আমরা এফআইআর করলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে।”
তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে আর জি কর নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছিলেন। বলেছিলেন, “আমরা ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিইনি। আমরা এফআইআর করলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে।” এই মন্তব্যকে ঘিরেই বিতর্ক দানা বাঁধে। চিকিৎসকরা দাবি করেন, তাঁদের হুমকি দেওয়া হয়েছে। পালটা ‘ভয় দেখিয়ে লাভ নেই’ বলেও মন্তব্য করেন আন্দোলনরত চিকিৎসকদের। এই আবহে বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, “আমি ডাক্তারদের হুমকি দিইনি। মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।”মমতা আরও লেখেল, “আমি ডাক্তারদের বিরুদ্ধে একটি শব্দও বলিনি। আমি ওদের লড়াইকে সমর্থন করি। ওদের দাবি ন্যায্য। আমি কখনই ওদের হুমকি দিইনি। কিছু মানুষ অভিযোগ করছে আমি হুমকি দিয়েছি। কিন্তু এটা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ।”