
ওঙ্কার বাংলা ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে দেশের শীর্ষ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের জেরে সাত দিনের জন্য সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করেছে কংগ্রেস। বাতিল করা হয়েছে বেলগাভি অধিবেশনও। পাশাপাশি কংগ্রেসের তরফে জানানো হয়েছে শুক্রবার বেলগাভিতে যে ‘জয় সংবিধান’ জনসভা হওয়ার কথা ছিল, তাও বাতিল করা হয়েছে।
বেলগাভি অধিবেশন আয়োজনের দায়িত্বে কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। বৃহস্পতিবার রাতে তিনি বলেন, ‘প্রয়াত মনমোহন সিংহের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা অধিবেশন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’ উল্লেখ্য, ১৯২৪ সালের ডিসেম্বর মাসে কর্ণাটকের বেলগাভিতে মহাত্মা গান্ধীর সভাপতিত্বে কংগ্রেসের অধিবেশন বসেছিল। লোকসভা ভোটে দলের হারের কারণ অনুসন্ধান করতে ১০০ বছর পর আবার সেখানে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস।
বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাঁকে ভর্তি করানো হয় দিল্লি এইমস হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।