
অরূপ পোদ্দার, ওঙ্কার বাংলা: ডিসেম্বর মাসে আশানুরূপ শীত পড়েনি শিলিগুড়িতে। তবে বছরের শুরুতে ভালোই ঠান্ডা পড়েছে। নতুন বছরের প্রথম দিন থেকেই চেনা ছন্দে ফিরল শিলিগুড়ির আবহাওয়া। এদিন শিলিগুড়ি কুয়াশার চাদরে ঢাকা থাকলেও মানুষজন শীতের আমেজ উপভোগ করেছেন।
অন্যদিকে, এদিন সকাল থেকেই ঘন কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কম থাকায় শিলিগুড়ির রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণে ছিল। দৃশ্যমানতা কম থাকার কারণে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসা দূরপাল্লার ট্রেনগুলিরও সময়সীমা পরিবর্তন করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু ট্রেন দেরিতে চলছে। ট্রেন দেরিতে চলায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বর্ষশুরুর প্রথম দিনে মানুষজন শিলিগুড়ির বিভিন্ন জায়গায় পিকনিকে সামিল হন। গান, নাচ ও জমজমাট খাওয়া-দাওয়ায় নতুনবর্ষ বরণে উচ্ছ্বাসে মাতেন অনেকে। পুরনো দিনের গ্লানি ভুলে আনন্দ উদযাপন করে নতুন বছর শুরু করতে চাইছেন সবাই।