
সুরজিৎ দাশ, ওঙ্কার বাংলা: দুর্ঘটনা রুখতে গাড়ির গতি নিয়ন্ত্রণের উদ্যোগ নিল রানাঘাট ট্রাফিক পুলিশ। আর তার অঙ্গ হিসেবে শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কে বসানো হল স্পিড ডিটেকশন ক্যামেরা। মূলত গাড়ির গতিবেগ পরিমাপের জন্য এই ক্যামেরাগুলি বসানো হয়েছে।
জাতীয় সড়কে জনবহুল এলাকাগুলিতে যানবাহনের সর্বোচ্চ গতি ঘন্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে রানাঘাট ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। কিন্তু অভিযোগ, ৮০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ নির্ধারণ করে দিলেও অনেকে তার থেকে বেশি গতিতে গাড়ি ছোটাচ্ছে। আর যার ফলে ঘটছে একের পর এক দুর্ঘটনা। পুলিশের দাবি, নির্ধারিত গতির চেয়ে বেশি গতিবেগে যে যানবাহন চলবে তা স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করতে পারবে এই ক্যামেরা। যার ফলে সংশ্লিষ্ট চালককে ফাইন করা যাবে। এই উদ্যোগের ফলে গতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, যার জেরে দুর্ঘটনা কমবে বলে আশাবাদী রানাঘাট ট্রাফিক পুলিশ।