
প্রদীপ মাহাতো, ওঙ্কার বাংলা: বন দফতরের আধিকারিকদের নাকানি-চোবানি খাওয়াচ্ছে বাঘিনি জিনাত। দুবার ঘুমপাড়ানি গুলি করেও কাবু করা যায়নি জিনাতকে। বাঁকুড়ার মুকুটমণিপুরের কাছে গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে রয়েছে বাঘিনি। শনিবার ভোরে ওই এলাকায় প্রবেশ করে প্রাণীটি। এরপর বন দফতর ও প্রশাসনের তরফে গোটা গ্রামকে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। পাতা হয় খাঁচাও। কিন্তু চতুর জিনাত বন দফতরের পাতা ফাঁদে পা দেয়নি। শেষমেশ রাতের দিকে জঙ্গলের চারপাশে আগুন জ্বালিয়ে বাঘিনিকে খাঁচাবন্দি করার চেষ্টা করেছিল বনকর্মীরা। কিন্তু সেই পদক্ষেপও ব্যর্থ হয়।
বন দফতর সূত্রের খবর, শনিবার রাতে দুবার বনকর্মীদের নজরে পড়ে জিনাত। প্রথমবার রাত ১টা নাগাদ, দ্বিতীয়বার ভোর তিনটে নাগাদ। দুবারই বাঘিনিকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়েছিল। সেই গুলি গায়ে বিঁধেওছিল। সাময়িকভাবে ঝিমিয়ে পড়ার পর আবার গা-ঝাড়া দিয়ে উঠে পড়ে প্রাণীটি। একসময় নাগালের বাইরে চলে যায় সেটি। রবিবারও বন দফতরের তরফে বাঘিনিকে ধরার তৎপরতা দেখা যাচ্ছে। জাল দিয়ে ঘিরে বাঘিনির পরিধি আরও ছোট করে আনছেন বনকর্মীরা। এখন দেখার বন দফতরের ফাঁদে কখন ধরা দেয় জিনাত।