
জয়ন্ত সাহা, ওঙ্কার বাংলা: এলাকা থেকে মদের দোকান সরানোর দাবিতে বিক্ষোভ আসানসোলে। আসানসোলের কুলটি থানার সাঁকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত সাঁকতোড়িয়া ডায়মণ্ড ক্লাব সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মদের দোকান থাকায় মাতালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়ছেন তাঁরা।
অভিযোগ, অনেক পুরনো মদের দোকান হলেও গত দুবছর ধরে মাতালদের দৌরাত্ম্যে এলাকার মানুষজন এলাকায় চলাফেরা করতে পারছেন না। স্থানীয় মহিলাদের লক্ষ্য করে কটূক্তি করছে মদ্যপরা। স্কুলে যেতেও ভয় পাচ্ছে মেয়েরা। এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি পেতে মদের দোকান অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। এদিন বিক্ষোভে এলাকার পুরুষ মহিলা নির্বিশেষে সবার একটাই দাবি ছিল, মদের দোকান বন্ধ করতে হবে।
অন্যদিকে, বিষয়টি পুলিশকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। স্থানীয়দের বিক্ষোভের পর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ। পুলিশ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।
ভিডিও দেখুন-