
ওঙ্কার ডেস্ক: গত কয়েকদিন ধরে বনকর্মীদের সঙ্গে লুকোচুরি খেলেছে জিনাত। ওড়িশা থেকে বাংলার তিন জেলা দাপিয়ে বেড়িয়ে, কার্যত মনের খুশিতে শীতকালীন ভ্রমন করল সে। তাকে ধরতে কার্যত নাকানিচোবানি খেতে হয় বনকর্মীদের। অবশেষে রবিবার বিকেল ৪টে নাগাদ বাঁকুড়ার গোঁসাইডিহির জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় ওড়িশার বাঘিনি। তার পর তাকে খাঁচাবন্দি করেন বনকর্মীরা। তার পর প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষার পর রাতেই জিনাতকে বাঁকুড়া থেকে কলকাতার আলিপুরের পশু হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তার স্বাস্থ্য পরীক্ষা করবেন চিকিৎসকেরা। আপাতত আলিপুর চিড়িয়াখানার বিপরীতে পশু হাসপাতালে পর্যবেক্ষণে থাকবে বাঘিনি। তার পর তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে ওড়িশাতে। এ ব্যাপারে ইতিমধ্যেই ওড়িশা সরকারের সঙ্গে কথাবার্তা শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার।
জিনাত প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, ‘‘যেহেতু কয়েক দিন ধরে ঘোরাঘুরি করেছে, তাই ওর শারীরিক অবস্থা দেখতে হবে। রাখতে হবে পর্যবেক্ষণে। ওড়িশার কাছে বাঘিনিকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে প্রক্রিয়া শুরু হয়েছে। ওড়িশার সরকারকে এ ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে ইতিমধ্যেই।’’