
সুনন্দা দত্ত,হুগলী:বিজেপির বাইক র্যালি ঘিরে উত্তেজনা ছড়ালো হুগলির ভদ্রেশ্বর এলাকায় । ভদ্রেশ্বর গেট বাজার থেকে চুঁচুড়ার উদ্দেশ্যে বিজেপির বাইক র্যালি যাওয়ার কথা ছিলো । সেইমতো হুগলি লোকসভা কেন্দ্রের পদ্ম ফুলের প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর নেতৃত্ত্বে মিছিল যোগ দেওয়ার জন্য অসংখ্য বিজেপির কর্মী সমর্থক হাজির হন গেটবাজারে।কিন্তু পুলিশ তাদের আটকে দেয়।এরপরই উত্তেজনা বাড়তে থাকে এলাকায় ।প্রতিবাদে ভদ্রেশ্বরের বন্ধ জুটমিলের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন লকেট চট্টোপাধ্যায়।গেটের বাইরে স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা।।কিছুক্ষন পরে ভদ্রেশ্বর থানায় গিয়ে আই সির সঙ্গে দেখা করেন লকেট।