
নিজেস্ব প্রতিনিধিঃ ক্ষমতায় আসার পর গঙ্গা যমুনা দিয়ে ৯ বছর পার হয়ে গিয়েছে। কিন্তু তার জনপ্রিয়তা এতটুকু ভাটা পরেনি। সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল আরও একবার সে প্রমাণ দিয়েছে। তিনি আর কেউ নয়, তিনি প্রধান মন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর মোদি। তবে শুধু দেশেই নয়, মোদিতে মোহিত বিশ্বও।
মার্কিন কনসাল্টেন্সি সংস্থা মর্নিং কনসাল্টের সমীক্ষায় বলা হয়েছে, ‘গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার’ বলছে, ৭৬ শতাংশ ভারতীয়ই মোদির নেতৃত্বে বিশ্বাসী। ১৮ শতাংশ বিশ্বাসী নয়। বাকি ৬ শতাংশ এনিয়ে কোনও মতামত দিতে রাজি নয়। শুধু জনপ্রিয়তার নিরিখেই শীর্ষে নয়, বিশ্বের বাকি রাষ্ট্রনেতাদেরও অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন মোদি।
দ্বিতীয় স্থানে আছেন, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ। তিনি ভোট পেয়েছেন ৬৬ শতাংশ। ৫৮ শতাংশ ভোট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বার্সেট। ৩৭ শতাংশ দেশবাসীর ভরসা জিতে আনেক পেছনে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
জনপ্রিয়তার তালিকায় ফের একবার শীর্ষস্থানে নরেন্দ্র মোদি। এর আগেও জনপ্রিয়তার নিরিখে একাধিক সমীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন তিনি। সামনে লোকসভায় এই বিষয়টিকেই যে হাতিয়ার করবে বিজেপি তা স্পষ্ট। এবং খুশির হাওয়া গেরুয়া শিবিরে।