
তিতাস বসু,ওঙ্কার বাংলা: বুধবার সাত সকালে দুঃসংবাদ বলিউডে। স্টুডিও থেকে নিথর শরীর উদ্ধার হল বলিউডের বিখ্যাত আর্ট ডিরেক্টর নীতিন চন্দ্রকান্ত দেশাই-এর। পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন নীতিন চন্দ্রকান্ত দেশাই। ‘লগান’, ‘দেবদাস’,’লগে রহো মুন্নাভাই’ সহ আরো বহু ছবির আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি। কাজ করেছেন বহু মারাঠি ছবিতেও।
তাঁর মৃত্যুসংবাদ শুনে রীতিমতো হকচকিয়ে গিয়েছেন বলিউড তারকারা। ৫৭ বছর বয়সী এই আর্ট ডিরেক্টর ২০ বছরের কেরিয়ারে বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা বনশালী সহ একাধিক নামিদামি পরিচালকের সাথে কাজ করেছেন।
বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও একাধিক কাজ করেছেন তিনি। আর্ট ডিরেক্টরের কাজ করার পাশাপাশি তিনি প্রযোজক হিসেবে কাজ করেছেন। জানা গিয়েছে সাম্প্রতিককালে অর্থকষ্টে ভুগছিলেন তিনি। সেই কারণেই এই চরম পদক্ষেপ বেছে নিলেন কিনা, তা এখনো জানা যায়নি।
চারবার জাতীয় পুরস্কার জয়ী এই আর্ট ডিরেক্টরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তার স্টুডিও থেকে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।