
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েতের আগে রাজনৈতিক হিংসা ছড়াচ্ছে জেলায় জেলায়।এবার বোমাতঙ্ক ছড়ালো কুলপি থানার গাজীপুর গ্রাম পঞ্চায়েতের সামনামুনি ৮৮ নম্বর বুথে। রাতের অন্ধকারে মুড়ি-মুড়কীর মত বোমা পড়েছে এলাকায় বলে অভিযোগ। যার জেরে আতঙ্কিত এলাকার মানুষজন। মঙ্গলবার রাতে পুলিশ প্রশাসনের সামনে মুহুর মুহুর বোমা পড়তে থাকে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগের তীর শাসকদলের দিকে। স্থানীয়দের দাবি, গতকাল রাতে দুষ্কৃতীরা পুলিশের সামনেই বোমাবাজি করতে থাকে। পুলিশ কার্যত ঠুঁটো জগন্নাথের মতো দাড়িয়েছিল বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে ওই পঞ্চায়েতেরই কংগ্রেস প্রার্থী সাহারুল পাইকের অভিযোগ “তৃণমূল কংগ্রেস এলাকায় হেরে যাবে জেনে বোমা মজুত করেছে। এমনকি মনোনয়নের পর থেকেই ঘর ছাড়া রয়েছে কংগ্রেস প্রার্থীরা”। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে কুলপি ব্লক সভাপতি জানায় “এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা অপপ্রচার করা হচ্ছে”। তবে প্রশ্ন উঠছে প্রশাসনের সামনেই যদি এইভাবে বোমাবাজির ঘটনা ঘটতে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?