
নিজস্ব প্রতিনিধি: ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির গণ ভাইফোঁটা মিলনোৎসবের আয়জন করা হয়। স্বামী প্রণবানন্দের আর্দশকে সামনে রেখে ১০০জন ভাইহীন বোন এবং ১০০ জন বোনহীন ভাইকে নিয়ে এই ফোঁটার আয়োজন করা হয়। দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্মথপুর প্রণব মন্দির আয়োজন হয় এই ফোঁটার। মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করেন এই মিলন উৎসবে। দক্ষিণ ২৪ পরগণার পাশাপাশি উত্তর ২৪ পরগণার ন্যাজাট থানা অন্তর্গত কানমারী প্রণবানন্দ বিদ্যামন্দিরে ছাত্র-ছাত্রীরা যাদের ভাই ও বোন নেই তাদের নিয়েও আয়োজন করা হয় গণফোঁটার। সেখানেও এলাকার মানুষের সাথে স্থানীয় বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকরাও অংশ নেন।