
অমিত কুমার দাস, কলকাতাঃ বিধানসভায় শীতকালীন অধিবেশনে জাতীয় সংগীতের অবমাননা সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের আইনজীবী কিশোর দত্ত। প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
জাতীয় সঙ্গীত চলা কালীন, বিরোধী শিবিরে বিধায়কেরা সরকার-বিরোধী স্লোগান দিয়েছেন। এমন অভিযোগ তুলেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। অভিযোগ ছিল বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত পর্যবেক্ষন, এই অভিযোগে বিজেপি বিধায়কদের গ্রেফতার করা যাবে না। এবার একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছে নবান্ন। এদিন, রাজ্যের আইনজীবী কিশোর দত্ত জানান, প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত, ঘটনাটি ঘটে গত ২৯ নভেম্বর। ওই দিন বিধানসভায় বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি বিধায়করা। সেই সময় শাসক শিবিরের বিধায়কেরা জাতীয় সঙ্গীত করেন । যা শুনেও স্লোগান থামেনি বলে অভিযোগ।