
স্পোর্টস ডেস্ক: আরও একবার ডার্বির রং সবুজ মেরুন। ব্রিগেডের রাতে যুবভারতীতে ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে উড়িয়ে লিগ টেবিলের একনম্বরে চলে গেল মোহনবাগান। গোল করেন জেসন কামিন্স, লিস্টন কোলাসো এবং দিমিত্রি পেত্রাতোস। ইস্টবেঙ্গলের একমাত্র গোল সল ক্রেসপোর। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট বাগানের। মুম্বই সিটির পয়েন্টও এক। তবে এক ম্যাচ কম খেলেছে মোহনবাগান। আর ইস্টবেঙ্গল হেরে গিয়ে সুপার সিক্স থেকে ছিটকে গেলো। এদিন প্রথমার্ধে ইস্টবেঙ্গল ৩-০ তে পিছিয়ে ছিল। আর ক্লেটন সিলভা নিশ্চিত পেনাল্টি মিস করেন।আর ম্যাচের পরে ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত বললেন,দ্বিতীয়ার্ধে আমার দলের ছেলেরা যেভাবে ম্যাচে ফিরে আসে, সে জন্য আমি গর্বিত। ওরা দেখিয়ে দিল যে, ওদের কাছে আরও বড় লক্ষ্য আসলে কী। ওরা পাগলের মতো লড়াই করেছে। আমার মনে হয়, দ্বিতীয় গোলটা করে দিতে পারলে ওরা সমস্যায় পড়ে যেত। আমরা একাধিক ভাল সুযোগ তৈরি করেছি। ক্লেটনের হেড এবং বিষ্ণুকে ফাউলের জন্য যে পেনাল্টিটা পাওয়া উচিত ছিল। দ্বিতীয় গোলটা হলে অনেক কিছুই বদলে যেত। যে কোনও রকম ফল হত।ক্লেটন তো আর এই প্রথম পেনাল্টি মিস করল, তা নয়। এর আগেও ওর ভুল হয়েছে। আজ আর একবার সেই আফসোসের মুহূর্ত এল। তবে ক্লেটনের কাজ, ব্যক্তিত্ব ও চরিত্র আমাকে খুশি করেছে। তাই এই (পেনাল্টি মিস্) নিয়ে আমার কোনও সমস্যা নেই। ফুটবলে এমন হয়েই থাকে। কিন্তু এর ফলে মানসিকতায় যে প্রভাব পড়ে, আমি সেটা নিয়েই ভাবছি। ক্লেটন না হয়ে যদি অন্য কেউ মিস করত।’