
সোমনাথ মুখোপাধ্যায়ঃ বঙ্গের প্রক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা’র ফ্যাট থেকে উদ্ধার নগদ টাকার পরিমাণ দেখে চোখ ছানাবড়া হয়েগিয়েছিল সকলের। কিন্তু ওড়িশার কংগ্রেস সাংসদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার পর, উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ জানলে চমকে উঠবেন। তার কাছে, পার্থ অর্পিতা চুনপুটি। কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ধীরজ সাহুর ওডিশা এবং ঝাড়খণ্ডের বাড়ি, বলদেব সাহু অ্যান্ড গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেডের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে এখনও পর্যন্ত ৩৫১ কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দফতর। তল্লাশি এখনও চলছে।
সুত্রের খবর, আয়কর দফতরের ১০০ অফিসার, ৪০টির বেশি টাকা গোনার মেশিন এবং ২০০টি ছোট-বড় ব্যাগ। পাঁচদিন ধরে চলছে টাকার গোনার পর্ব। টাকা গুনতে গিয়ে কার্যত কালঘাম ছুটেছে ব্যাংক কর্মীদের। টাকার গোনার জন্য অতিরিক্ত কর্মচারী নিয়োগ করতে হয়েছে। প্রসঙ্গত, ইনকাম ট্যাক্সের তল্লাশিতে উদ্ধার এই বিপুল কালো টাকা দেশে নয়া রেকর্ড তৈরি করে ফেলেছে।
কংগ্রেস সাংসদের বাড়িতে টাকার পাহাড় মিলতেই আক্রমণে নেমেছে বিজেপি। সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সোমবার নেতৃত্বে সংসদে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরা।
গান্ধীমূর্তির সামনে প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে হাজির হন পদ্ম সাংসদরা। নাড্ডার নেতৃত্বে স্লোগান দিতে থাকেন, “কংগ্রেসকে হাত, লুটেরা কে সাথ”। নাড্ডা বলেন, শুরু থেকেই বিজেপি মনে করে যে দুর্নীতি আর কংগ্রেস হল একই মুদ্রার দুই পিঠ।